দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। তাঁর ১০৭ রানের ওপর ভর করে প্রথম দিনে লঙ্কানদের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ২২৯ রান।
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা। তবেনেমেই বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। জেমস অ্যান্ডারসনের বোলিং তোপে মাত্র ৭ রানেই দুইটি উইকেট হারায় চান্দিমাল বাহিনী।
তৃতীয় উইকেটে লাহিরু থিরিমান্নে ও ম্যাথিউস ৬৯ রানের জুটি গড়েন। থিরিমান্নেকে উইকেটরক্ষক জস বাটলারের ক্যাচ বানিয়ে তৃতীয় উইকেটটিও শিকার করেন অ্যান্ডারসন। থিরিমান্নে ফেরেন ৪৩ রানে। চতুর্থ উইকেটে বড় জুটি গড়েন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান ম্যাথিউস ও চান্দিমাল। তাদের জুটিতে আসে ১১৭ রান। প্রায় ৪৩ ওভারের জুটি গড়েছিলেন তাঁরা। এই জুটি ভেঙে ইংলিশ শিবিরে স্বস্তি ফিরিয়ে আনেন মার্ক উড।
৪ উইকেটে ২২৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। তবে ম্যাথিউস আর মাত্র ৩ রান যোগ করে ব্যক্তিগত ১১০ রানে সাজঘরে ফিরে যান।