1. admin@dhakareport.com : Dhakareport.com :
দোলনের নতুন রেকর্ড! - Dhaka Report
রবিবার, ১৭ জানুয়ারী ২০২১, ০৮:১৩ পূর্বাহ্ন

দোলনের নতুন রেকর্ড!

নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
  • ৭০ বার

এ প্রজন্মের মডেল ও অভিনেত্রী আয়েশা দোলন। বর্তমানে ছোটপর্দায় নিয়মিত কাজ করছেন তিনি। গতবছর সিডি চয়েজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় দোলনের ‘মন পিঞ্জিরায়’ নামের একটি মিউজিক ভিডিও।

এরই মধ্যে মিউজিক ভিডিওটি দুই কোটিরও বেশি দর্শক দেখেছেন। এছাড়াও এই গানটি ব্যাপক শ্রোতাপ্রিয়তাও পেয়েছে। এই মিউজিক ভিডিওতে দোলনের বিপরীতে মডেল হয়েছেন অরন্য পাশা এবং জাহিদ।

জানা গেছে, সিডি চয়েজ টীমের পরিচালনায় এমদাদ সুমনের কথায় এবং রাকিব মুসাব্বিরের সুর ও সঙ্গীতে ‘মন পিঞ্জিরায়’ গানে কন্ঠ দিয়েছেন রাকিব মুসাব্বির ও শিল্পী বিশ্বাস।

উল্লেখ্য, নির্মাতা সৈকত নাসিরের একটি ওয়েব সিরিজে অভিনয় করে আলোচিত হন অভিনেত্রী দোলন। এছাড়াও তার অভিনয় বেশ সাড়াও ফেলে সোশ্যাল মিডিয়াতে। তারপর তিনি নির্মাতা রাহুল রওসনের একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এছাড়াও তিনি নিয়মিত নতুন নতুন মিউজিক ভিডিওতে কাজ করছেন।

Please Share This Post in Your Social Media

এ জাতীয় আরো সংবাদ
Shares