1. admin@dhakareport.com : Dhakareport.com :
আকাশ থেকে পড়া পাথরেই কোটিপতি যুবক ! - Dhaka Report
শনিবার, ২৮ নভেম্বর ২০২০, ১২:১৪ পূর্বাহ্ন

আকাশ থেকে পড়া পাথরেই কোটিপতি যুবক !

নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৮২ বার

আকাশ থেকে পড়া পাথরেই রাতারাতি দরিদ্র থেকে কোটিপতি হয়ে গিয়েছে ইন্দোনেশিয়এক যুবক। কোটিপতি ইন্দোনেশিয়ার এ যুবকের নাম হলো জোসুয়া হুটাগালানগুর। গুট করেই আকাশ থেকে তার বাড়িতে পরে এমন এক বস্তু, যা দেখে তিনি কিছুটা অবাক হয়েছিলেন। কিন্তু সেই অবাক করা বস্তুই তাকে দরিদ্র থেকে সোজা কোটিপতি বানিয়ে দিয়েছে।

৩৩ বছর বয়সের জোসুয়া যখন নিজের বাড়িতে কাজ করছিল সে সময় আকাশ থেকে তাঁর বাড়িতে পরে এমন এক বস্তু, যা তাঁকে রীতিমতো বড়লোক করে দিয়েছে তাকে। দরিদ্র থেকে সোজা ১০ কোটির মালিক বনে যান সে।

জোসুয়ার বাড়িতে আকাশ থেকে পড়া অতি বিরল একটি উল্কাপিণ্ড প্রায় ৪ বিলিয়ন বছর পুরনো । এটির বাজারে দাম ধরা হয়েছিল ১০ কোটি টাকা ।

উল্কাপিণ্ডটি মারাত্মক তীব্র গতিতে ছাদে পড়ে ছাদ ফুটে হয়ে নীচে পড়ে মেঝের মধ্যে প্রায় ১৫ সেমি ঢুকে যায়। ঘটনায় প্রথমে মারাত্মক আতঙ্কিত হয়ে পড়েন জোসুয়া। জোসুয়া জানিয়েছে, প্রথম যখন এটি পড়ে, তখন এটি মারাত্মক গরম ছিল কিন্তু পরে এটি ঠাণ্ডা হয়ে যায়।

Please Share This Post in Your Social Media

এ জাতীয় আরো সংবাদ
Shares