1. admin@dhakareport.com : Dhakareport.com :
সৌদি আরবে বোমা হামলা, আহত ৪ - Dhaka Report
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০, ১১:০৬ অপরাহ্ন

সৌদি আরবে বোমা হামলা, আহত ৪

নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ৫৯ বার
সৌদি আরবের জেদ্দায় প্রথম বিশ্বযুদ্ধের সময় নিহত অমুসলিম সেনাদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে ৪ জন আহত হয়েছে বলে জানা গেছে।
বুধবার স্থানীয় সময় সকালে ঘটা এই হামলায় অন্তত চারজন আহত হয়েছেন বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে। ওই অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।
ফ্রান্স এ হামলার ঘটনার নিন্দা জানিয়েছে এবং দেশটিতে অবস্থানরত ফরাসি নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলেছে।
এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জেদ্দায় একটি অমুসলিম সমাধিক্ষেত্রে প্রথম বিশ্বযুদ্ধের অবসানের স্মরণে প্রত্যেক বছর অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশের কনস্যুলেট এই অনুষ্ঠানে অংশ নেন।
বুধবার সকালের দিকে এই স্মরণ অনুষ্ঠানে আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) হামলা হয়েছে; যাতে বেশ কয়েকজন আহত হয়েছেন। ফ্রান্স এই কাপুরুষোচিত ও অযৌক্তিক হামলার কড়া নিন্দা জানায়।
নাম প্রকাশে অনিচ্ছুক গ্রিসের এক কনস্যুলেট কর্মকর্তা জেদ্দায় বোমা হামলার তথ্য নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা বলেছেন, বিস্ফোরণে চারজন সামান্য হয়েছেন; তাদের মধ্যে একজন গ্রিসের নাগরিক। তবে এই বিস্ফোরণের ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি।
সূত্র: আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

এ জাতীয় আরো সংবাদ
Shares