1. admin@dhakareport.com : Dhakareport.com :
‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রে ভাবনা - Dhaka Report
শুক্রবার, ১৪ মে ২০২১, ০৯:১৯ পূর্বাহ্ন

‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রে ভাবনা

নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ৬৩৪ বার

বিনোদন প্রতিবেদক : এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। বর্তমানে তিনি নুরুল আলম আতিক পরিচালিত সরকারি অনুদানের মুক্তিযুদ্ধভিত্তিক ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের শুটিং করছেন। এটি তার দ্বিতীয় চলচ্চিত্র। এর আগে অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ ছবিতে ভাবনার অভিনয় দর্শকমহলে প্রশংসিত হয়।

জানা গেছে, টাঙ্গাইলের বিভিন্ন লোকেশনে চলছে ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের শুটিং। ভাবনা জানান, ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের জন্য নিজেকে তিন মাস ধরে প্রস্তুত করেছেন তিনি।

নতুন চলচ্চিত্র নিয়ে অভিনেত্রী ভাবনা বলেন, ‘মুক্তিযুদ্ধভিত্তিক ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমাতে আমাকে দেখা যাবে ‘পদ্ম’ নামক চরিত্রে। লকডাউনের আগে প্রায় তিন মাস ধরে সিনেমার প্রস্তুতি নিয়ে এরপর শুটিং শুরু করেছি। আশা করি, সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।’

সম্প্রতি বিঞ্জে মুক্তি পেয়েছে ভাবনা অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মুখ আসমান’। এই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা অনিমেষ আইচ। এতে ভাবনার অভিনয় প্রশংসিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

এ জাতীয় আরো সংবাদ
Shares