ঢাকা : নিষেধাজ্ঞা কাটিয়ে শুক্রবার (০৬ নভেম্বর) দেশে ফিরেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। ক্রিকেটীয় কর্মকাণ্ডে অংশ নিতে এখন আর কোন বাধা নেই। যুক্তরাষ্ট্র পেরিবার রেখে সাকিবের দেশে ফেরাটাও ক্রিকেটে প্রত্যাবর্তনের অংশ।
এরই ধারাবাহিকতায় আজ শনিবার (০৭ নভেম্বর) করোনা পরীক্ষা করাবেন বাংলাদেশ পোস্টার বয়। পরিবারের সাথে বেশ কয়েকদিন সময় কাটিয়ে সাকিব ফিরেছেন নিজভূমে। দেশে পা রেখেই সাকিবের ব্যস্ত সময় কেটেছে একটি প্রতিষ্টানের অনুষ্ঠানে বিশেষ অতিথির ভুমিকায় । দেমে ফেরার পথে দুবাইয়ে সাকিব করোনা পরীক্ষা করিয়েছিলেন, সেই পরীক্ষায় ভাইরাসের উপস্থিতি মেলেনি। তবে সাকিবের করোনা পরীক্ষা আরও কয়েকটি ধাপ বাকি রয়েছে।
সেই ধারাবাহিকতায় সাকিব শনিবার আবারো করোনা পরীক্ষা করাবেন। সেই পরীক্ষার ফল পাওয়া যাবে আজকেই, যেখানে জানা যাবে সাকিবের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি আছে কি না। ভাইরাসমুক্ত থাকলে সাকিব নামবেন অনুশীলনে। গেল সেপ্টেম্বরে বিকেএসপিতে নীরবে-নিভৃতে ব্যক্তিগত অনুশীলন সারতে হলেও এখন মিরপুরে বিসিবির সুযোগ-সুবিধা ভোগ করেই করতে পারবেন অনুশীলন।
আজকের পরীক্ষার ফল নেগেটিভ এলেও আবারো সাকিবকে করোনা পরীক্ষা করাতে হবে ফিটনেস পরীক্ষার আগে। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অংশগ্রহণকারী যে ক্রিকেটাররা পূর্ববর্তী ক্যাম্পে ছিলেন না, তাদের ফিটনেস পরীক্ষা নেবে বিসিবি। সেই পরীক্ষার আগে আরেক দফা করোনা পরীক্ষা করাবেন সাকিব। সেখান থেকে করোনা নেগেটিভ সনদ নিয়েও দিতে হবে ফিটনেস পরীক্ষা।