1. admin@dhakareport.com : Dhakareport.com :
বৃহত্তর নোয়াখালীর আঞ্চলিক পর্যটন উন্নয়নের লক্ষ্যে গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত - Dhaka Report
মঙ্গলবার, ২২ জুন ২০২১, ১১:১১ অপরাহ্ন

বৃহত্তর নোয়াখালীর আঞ্চলিক পর্যটন উন্নয়নের লক্ষ্যে গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ১০৪ বার

ওয়াসিম এমদাদ : বৃহত্তর নোয়াখালী ট্যুরিজম ক্লাব’র আয়োজনে আঞ্চলিক পর্যটন উন্নয়নের লক্ষ্যে এক সুধী সমাবেশ এবং গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (২০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানী ঢাকার নয়াপল্টনস্থ নোয়াখালী ক্লাব ঢাকা লিঃ কার্যালয়ের হল রুমে এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

নোয়াখালী ক্লাব ঢাকা লিঃ এর প্রতিষ্ঠাতা আবুল কালাম আজাদ’র সভাপতিত্বে উক্ত গোলটেবিল আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম ফাউন্ডেশন এর প্রেসিডেন্ট মোখলেছুর রহমান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক লাখোকণ্ঠ পত্রিকার সম্পাদক ফরিদ আহম্মদ বাঙ্গালী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক মো. শাহ আলম, স্টামফোর্ড ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক শাহাদাৎ হোসেন, ওয়াইল্ড ট্যুরিজম বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক কেফায়েত শাকিল, ঢাকাস্থ নোয়াখালী সমিতি’র আজীবন সদস্য রাহেলা খানম রাহী।

সন্ধ্যা ৭টায় শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে গোলটেবিল আলোচনার সূচনা করেন বৃহত্তর নোয়াখালী ট্যুরিজম ক্লাব’র প্রতিষ্ঠাতা রিভার ইসমাইল গাজী। এসময় প্রতিষ্ঠানটির লক্ষ্য-উদ্দেশ্য সকলের সামনে তুলে ধরেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে মোখলেছুর রহমান বলেন, পর্যটনই জীবন সৃষ্টি করে। পর্যটন উন্নয়নের জন্য প্রথমেই আঞ্চলিক পর্যটনের উন্নয়ন সাধন করতে হবে। আগামী দিনে মানুষের জীবনমুখী বেশিরভাগ কাজই পর্যটন নির্ভর হবে।

তিনি আরও বলেন, জীবনের উপাদানের উৎকর্ষ সাধন হলে পর্যটনেরও উৎকর্ষ সাধন হবে। পর্যটনের সাথে অন্তত ৭০ধরনের কর্মকাণ্ড প্রত্যক্ষভাবে জড়িত। পর্যটনের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে স্থানীয় জনগণের উন্নয়নও জড়িত। তাই আঞ্চলিক পর্যটন উন্নয়ন একান্ত জরুরী।

বিশেষ অতিথির বক্তব্যে ফরিদ আহম্মদ বাঙ্গালী বলেন, জনমত গঠনের মাধ্যমে পর্যটন উন্নয়ন করতে হবে। আমাদের সম্পদগুলোকে জাতির সামনে তুলে ধরতে হবে। আর এক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে গণমাধ্যমকর্মীরা। আপনারা কাজ করুন আমরা সেটি গণমাধ্যমে তুলে ধরে বিশ্ব দরবারে আমাদের আঞ্চলিক পর্যটনকে পৌঁছে দেব।

সভাপতির বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন, বৃহত্তর নোয়াখালীকে সমগ্র বাংলাদেশ তথা বিশ্বের মানুষের কাছে তুলে ধরতে পর্যটনই একমাত্র পথ। তাই আঞ্চলিক পর্যটন উন্নয়ন অবশ্যই প্রয়োজন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম ফাউন্ডেশন’র সহ-সভাপতি শাহাব উদ্দিন সোহাগ, নোয়াখালী জেলা সমিতি’র সদস্য রাজিয়া সুলতানা পলি, প্রত্নতাত্ত্বিক গবেষক মো.আব্দুর রব দুলাল, সাংবাদিক রিপন সালাউদ্দিন, রবিউল ইসলাম মুরাদ, রাহিনা সূচী প্রমুখ।

বিটিইএ’র ডাইরেক্টর অপারেশন কিশোর রায়হানের উপস্থাপনায় জ্ঞানগর্ভ ও তথ্যবহুল গোলটেবিল আলোচনা সভা শেষে রাতের খাবারের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

এ জাতীয় আরো সংবাদ
Shares