1. admin@dhakareport.com : Dhakareport.com :
আজ থেকে চালু হচ্ছে ওমরাহ - Dhaka Report
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

আজ থেকে চালু হচ্ছে ওমরাহ

নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ৬৭ বার

বৈশ্বিক করোনাভাইরাস মহামারির কারণে দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর সীমিত পরিসরে চালু হচ্ছে পবিত্র ওমরাহ। আজ রবিবার (৪ অক্টোবর) থেকে খুলে দেয়া হচ্ছে পবিত্র মক্কা নগরী।

খবরে বলা হয়েছে, তিনটি ধাপে ওমরার কার্যক্রম চালু হবে। প্রথম ধাপে শুধু সৌদি আরবের স্থানীয়রা ৪ অক্টোবর থেকে এতে অংশ নিতে পারবেন।

প্রথম অবস্থায় ওমরায় মোট ধারণ ক্ষমতার প্রায় ৩০ শতাংশ অর্থাৎ একদিনে ছয় হাজার জনকে পবিত্র মসজিদুল হারামে ঢোকার সুযোগ দেয়া হবে।

দ্বিতীয় ধাপে ১৮ অক্টোবর থেকে একদিনে সর্বোচ্চ ১৫ হাজার জন ওমরাহ করতে পারবে। এই সময়ে একসঙ্গে ৪০ হাজার মুসল্লি পবিত্র মসজিদুল হারামে ঢুকতে পারবেন। যা সম্মিলিতভাবে মোট ধারণক্ষমতার ৭৫ শতাংশ।

তৃতীয় ধাপে পহেলা নভেম্বর থেকে সৌদি আরবে অবস্থান করা এবং বাইরে থেকেও হজ ও ইবাদতের উদ্দেশে সব মুসলিমকে মসজিদুল হারামে ঢুকতে দেয়া হবে। সে সময় প্রতিদিন ২০ হাজার জন ওমরাহ হাজি এবং ৬০ হাজার ইবাদতকারীকে মসজিদুল হারামে ঢুকতে দেয়া হবে, যা মোট ধারণক্ষমতার সমান।

Please Share This Post in Your Social Media

এ জাতীয় আরো সংবাদ
Shares