1. admin@dhakareport.com : Dhakareport.com :
ভারতে ভবন ধসে ১০ জনের মৃত্যু - Dhaka Report
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

ভারতে ভবন ধসে ১০ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
  • ৮৩ বার

ভারতের মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে একটি তিন তলার ভবন ধসে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও সেখান থেকে ২৫ জনকে উদ্ধার করা হয়েছে।

সোমবার ভোর ৩টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে বলে এনডিটিভির খবরে বলা হয়েছে। সেখানে উদ্ধার কাজ চালাচ্ছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, দমকল এবং পুলিশ।

করপোরেশনের এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাত্‍কারে জানান, ধামানকার নাকার কাছে নারপোলির পাটেল কম্পাউন্ডের একটি বিল্ডিং ভেঙে পড়ে। সেই সময়ে সব আবাসিকই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন।

এরই মধ্যেই ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের তত্‍পরতায় জীবন্ত উদ্ধার করা হয়েছে এক শিশুকে। আশঙ্কা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে এখনও একাধিক মানুষ চাপা পড়ে রয়েছেন।

প্রাথমিক খবর অনুযায়ী, শুরুতেই স্থানীয়দের তৎপরতায় ঘটনাস্থল থেকে অন্তত ২৫ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

Please Share This Post in Your Social Media

এ জাতীয় আরো সংবাদ
Shares