1. admin@dhakareport.com : Dhakareport.com :
নতুন মিউজিক ভিডিওতে শুভ - Dhaka Report
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

নতুন মিউজিক ভিডিওতে শুভ

নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০
  • ১৭৭ বার

বিনোদন প্রতিবেদক : এ প্রজন্মের প্রতিভাবান তরুণ মডেল ও অভিনেতা নবগত শুভ খান। করোনা পরিস্থিতির মধ্যে দীর্ঘদিন ‘ঘরবন্দী’ ছিলেন তিনি। দীর্ঘ সময় পর আবারও মিউজিক ভিডিও এর শুটিংয়ে ফিরেছেন তিনি।

এরই মধ্যে তিনি নতুন তিনটি মিউজিক ভিডিওয়ের শুটিং শেষ করেছেন তিনি। গান তিনটির শিরোনাম ‘ও পরানের পাখি, ‘অবুঝ কালে পিরিত কইরা’, ‘মায়ের কোল ছাইড়া আইলাম প্রবাশে’। এতে শুভ খানের বিপরীতে মডেল হয়েছে মডেল-অভিনেত্রী নুসরাত পপি।

এরই মধ্যে একটি মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নওয়াব নাসির বাকি দুইটি নির্মাণ করেছেন কাওছার হোসেন জয়। এই তিনটি মিউজিক ভিডিও নিয়ে অনেক আশাবাদী শুভ খান।

এ প্রসঙ্গে শুভ খান বলেন, ‘আশা করি মিউজিক ভিডিও তিনটি দর্শকের পছন্দ হবে। শীঘ্রই ভালো কোনো ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিও গুলো প্রচার করা হবে। এখন থেকে নিয়মিত কাজ করবো। এরই মধ্যে কয়েকটি নাটকের কথা হচ্ছে। এ মাসের শেষের দিকে একটা নাটকের শুটিং শুরু হবে। আশা করি দর্শক আমাকে নতুন ভাবে পাবে।’

Please Share This Post in Your Social Media

এ জাতীয় আরো সংবাদ
Shares