1. admin@dhakareport.com : Dhakareport.com :
শাস্তির মুখে মেসি ! - Dhaka Report
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০, ০৯:১৩ অপরাহ্ন

শাস্তির মুখে মেসি !

নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ৪৯ বার

বার্সেলোনা ছাড়ার কথা জানিয়েছে মেসি। যদিও রফাদফা হয়নি কোন পক্ষের সাথেই। তাই কাগজে পত্রে এখনও মেসি বার্সেলোনার।

নতুন মৌসুমের জন্য প্রস্তুত বার্সা। আর এর আগে করোনার কারণে বাধ্যতামূলক করা হয়েছে করোনা টেস্ট। দলের ৩১ ফুটবলার হাজির হলেও মেসি হাজির হয়নি।

মেসিকে ছাড়াই রোববার করোনা টেস্ট করালো ৩১ ফুটবলার।

কোভিড টেস্ট থেকে সরে দাঁড়ানোয় সোমবার অনুশীলনে অংশ নিতে পারবেন না মেসি। যার কারণে বড়সড় শাস্তির মুখে পড়তে হতে পারে মেসিকে।

সূত্রের খবর, ক্লাবের অনুশীলন সংক্রান্ত শৃঙ্খলাভঙ্গের দণ্ড স্বরূপ তাকে ২ থেকে ১০ দিনের জন্য বহিষ্কার করা হতে পারে। এমনকী তার মাসিক বেতনের ৭ শতাংশ জরিমানা ধার্য হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেয়া যাচ্ছে না।

এরপর মঙ্গলবারের অনুশীলনেও যদি মেসি যোগ না দেন, তাহলে ১০ থেকে ৩০ দিনের জন্য সাসপেন্ড হতে পারেন তিনি। সেক্ষেত্রে কেটে নেয়া হতে পারে ২৫ শতাংশ বেতন।

যদিও মেসির পক্ষ থেকে আগেই ক্লাব কর্তৃপক্ষকে জানিয়ে দেয়া হয়েছিল যে, তিনি মেডিকেল টেস্টে অংশ গ্রহণ করবেন না। ফলে তার অনুপস্থিতি নিয়ে ক্লাব কী সিদ্ধান্ত নেয়, সেটাই এখন দেখার।

Please Share This Post in Your Social Media

এ জাতীয় আরো সংবাদ
Shares