‘ধুমকেতু’ সিনেমার সাফল্যের পর বাংলা সিনেমার স্বার্থে আবারও প্রাক্তন প্রেমিক দেবের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। দীর্ঘ বিরতির পর আবারও দেব-শুভশ্রী জুটিকে পর্দায় দেখার খবরে যখন টলিউড সরগরম, ঠিক তখনই স্ত্রীর অতীত সম্পর্ক নিয়ে এক অবাক করা মন্তব্য করলেন পরিচালক ও শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তী।
সোমবার এক সাক্ষাৎকারে রাজ চক্রবর্তী যে পরিপক্বতা ও উদারতার পরিচয় দিয়েছেন, তা রীতিমতো প্রশংসা কুড়াচ্ছে নেটিজেনদের।
একসময় টলিউডে দেব ও শুভশ্রীর প্রেমকাহিনি ছিল সবার মুখে মুখে। কাকতালীয়ভাবে এই জুটির শুরুটাও হয়েছিল রাজ চক্রবর্তীর হাত ধরেই। পুরনো সেই স্মৃতিচারণ করে রাজ বলেন, “সেই সময়ের সাক্ষী আমি নিজেই ছিলাম। তখন আমারও মনে হয়েছিল, ওদের (দেব-শুভশ্রী) বিয়ে হলে বোধহয় ভালোই হতো।”
তবে নিয়তির লিখন যে খণ্ডানো যায় না, সেটাও হাসিমুখেই মেনে নিলেন রাজ। তিনি বলেন, “শুভশ্রী তো আদতে আমার কপালেই ছিল। আর আমিও ওর কপালে ছিলাম—এতে কিছু করার নেই। আমরা এখন খুব হ্যাপি।”
স্ত্রীর প্রাক্তন প্রেমিক হলেও দেবের প্রতি কোনো বিদ্বেষ নেই রাজের। বরং সুপারস্টার দেবের প্রশংসাই ঝরল তার কণ্ঠে। রাজ বলেন, “দেবের সঙ্গে যার বিয়ে হবে, সে-ও খুব হ্যাপি থাকবে। দেব খুব ভালো ছেলে।”
উল্লেখ্য, ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন ভুলে পেশাদারিত্বের খাতিরে আবারও এক হচ্ছেন দেব ও শুভশ্রী। ‘ধুমকেতু’র পর নতুন একটি প্রজেক্টে তাদের একসঙ্গে দেখা যাবে বলে গুঞ্জন চলছে। আর স্বামীর এমন ইতিবাচক মনোভাব শুভশ্রীর জন্য কাজে ফেরাটা যে আরও সহজ করে দিল, তা বলাই বাহুল্য। রাজের এই মন্তব্যে ভক্তরা বলছেন, ব্যক্তিগত জীবন আর পেশাদারিত্বকে কীভাবে আলাদা রাখতে হয়, রাজ চক্রবর্তী তা দেখিয়ে দিলেন।