সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জনপ্রিয়তার নিরিখে বিশ্বের শীর্ষ ১০০ ‘কনটেন্ট ক্রিয়েটর’-এর তালিকায় জায়গা করে নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ডিজিটাল দুনিয়ায় তার সরব উপস্থিতি এবং তাকে ঘিরে ব্যাপক আলোচনার সুবাদে তিনি এই তালিকায় স্থান পেয়েছেন। এমনকি এই র্যাংকিংয়ে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়েও এগিয়ে আছেন।
রোববার (১৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম বিশ্লেষণকারী আন্তর্জাতিক ওয়েবসাইট ‘সোশ্যাল ব্লেড’ তাদের ‘টপ ১০০ ফেসবুক ক্রিয়েটরস বাই সোশ্যাল’ তালিকা প্রকাশ করেছে। প্রকাশিত ওই তালিকায় দেখা যায়, তারেক রহমান বিশ্বজুড়ে ৬৭তম অবস্থানে রয়েছেন।
তালিকায় দেখা গেছে, কনটেন্ট পোস্টের সংখ্যা ও আলোচনার মাত্রার ভিত্তিতে তারেক রহমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলেছেন। তালিকায় ‘টিম ট্রাম্প’ (Team Trump) রয়েছে ৭১তম স্থানে এবং ‘ডোনাল্ড ট্রাম্প’ (Donald Trump) ব্যক্তিগত পেজটি রয়েছে ৭৬তম স্থানে।
সোশ্যাল ব্লেডের ব্যাখ্যা অনুযায়ী, ফেসবুকে যাদের ঘিরে সবচেয়ে বেশি পোস্ট, আলোচনা ও কনটেন্ট প্রকাশিত হয় এবং যারা নিজেরা নিয়মিত কনটেন্ট তৈরি করে এনগেজমেন্ট ধরে রাখেন, তাদেরই ‘কনটেন্ট ক্রিয়েটর’ হিসেবে গণ্য করা হয়। সেই হিসেবে তারেক রহমান বর্তমানে বিশ্বের শীর্ষ ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতা ও সেলিব্রিটিদের কাতারে নিজের অবস্থান শক্ত করেছেন।
বর্তমান বিশ্বে রাজনীতি, ক্রীড়া বা শোবিজের তারকাদের জনপ্রিয়তার অন্যতম মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম। বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতার বৈশ্বিক এই তালিকায় স্থান পাওয়াকে ডিজিটাল পরিসরে তার শক্তিশালী প্রভাবের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।