চীনে ৫.৮ মাত্রার ভূমিকম্প, কাঁপল জিনজিয়াং প্রদেশ
আন্তর্জাতিক ডেস্ক | ৪ ডিসেম্বর ২০২৫
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রদেশটির বিস্তীর্ণ এলাকায় এই ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৮।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভূমিকম্পটি জিনজিয়াং প্রদেশের তুমক্সুক (Tumxuk) কাউন্টিতে আঘাত হানে। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। উৎপত্তিস্থল অগভীর হওয়ায় কম্পনের তীব্রতা বেশি অনুভূত হয়েছে।
তবে ভূমিকম্পের মাত্রা নিয়ে ভিন্ন তথ্য দিয়েছে চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার বরাতে জানা গেছে, চীনা কর্তৃপক্ষের রেকর্ড অনুযায়ী ভূমিকম্পটির তীব্রতা ছিল ৬.০।
সাংহাই ডেইলির প্রতিবেদনে বলা হয়েছে, জিনজিয়াংয়ের কিজিলসু কিরগিজ স্বায়ত্তশাসিত প্রিফেকচারের আহেকি কাউন্টিতেও শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে প্রত্যন্ত অঞ্চলে খোঁজখবর নিচ্ছে স্থানীয় প্রশাসন। উদ্ধারকারী দলগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
উল্লেখ্য, জিনজিয়াং প্রদেশটি ভূতাত্ত্বিকভাবে সক্রিয় হওয়ায় সেখানে প্রায়ই ভূমিকম্পের ঘটনা ঘটে।

