Breaking News
খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত: শুক্রবার দেশজুড়ে বিশেষ দোয়া ও প্রার্থনার ডাক বিএনপির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ৪ ডিসেম্বর ২০২৫

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি; পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এমন প্রেক্ষাপটে তার আশু রোগমুক্তি কামনায় আগামীকাল শুক্রবার (৫ ডিসেম্বর) দেশব্যাপী দোয়া ও প্রার্থনার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


সংবাদ সম্মেলনে রিজভী জানান, শুক্রবার জুমার নামাজের পর দেশের সব মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। এছাড়া একই দিনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ অন্যান্য ধর্মাবলম্বীদের মন্দির, প্যাগোডা ও গির্জাসহ সকল উপাসনালয়ে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হবে।

রিজভী বলেন, “দেশনেত্রীর শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত এবং উদ্বেগজনক। তিনি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। আমরা দলীয় নেতাকর্মীসহ দেশবাসীকে আগামীকাল নিজ নিজ ধর্মীয় উপাসনালয়ে তার সুস্থতা কামনায় প্রার্থনার আহ্বান জানাচ্ছি।”


উল্লেখ্য, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত কয়েকদিন ধরে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। মেডিকেল বোর্ডের সদস্যরা তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন। এর আগে তার চিকিৎসার জন্য বিদেশ থেকে তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জন এবং শারীরিক অবস্থা নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে গভীর উদ্বেগ লক্ষ্য করা গেছে।

 

 

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *