ইন্টারনেট বন্ধ করে গণহত্যার অভিযোগে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ৪ ডিসেম্বর ২০২৫
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে গণহত্যা চালানোর অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ প্রসিকিউশনের দাখিল করা অভিযোগের শুনানি শেষে এই আদেশ দেন।
প্রসিকিউশন সূত্রে জানা যায়, আন্দোলনের সময় ইন্টারনেট শাটডাউন বা ব্ল্যাকআউট করে তথ্যপ্রবাহ রুদ্ধ করা এবং সেই সুযোগে গণহত্যা চালানোর অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়। শুনানি শেষে আদালত অভিযোগ আমলে নিয়ে জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
মামলার অপর আসামি জুনাইদ আহমেদ পলক অন্য মামলায় বর্তমানে কারাগারে আটক রয়েছেন। তাকে এই গণহত্যা মামলায় গ্রেফতার দেখানোর (Show Arrest) জন্য ট্রাইব্যুনালে আবেদন করেছে প্রসিকিউশন। আদালত আগামী ১০ ডিসেম্বর এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

