Breaking News
সিনেমার শুটিংয়ে অগ্নিদগ্ধ আরিফিন শুভ

বিনোদন প্রতিবেদক, ঢাকা | ৪ ডিসেম্বর ২০২৫

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ শুটিং করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন। ঢাকার বাইরে প্রত্যন্ত এক লোকেশনে ‘মালিক’ সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালে এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হন তিনি।


শুটিং ইউনিট সূত্রে জানা গেছে, সিনেমার একটি অ্যাকশন দৃশ্যে আগুনের ব্যবহার ছিল। চিত্রনাট্য অনুযায়ী শুভর শরীরের নিচের অংশে নিয়ন্ত্রিত আগুন লাগার কথা ছিল। সব প্রস্তুতি শেষে ক্যামেরা চালু হতেই বিপত্তি ঘটে। কয়েক সেকেন্ডের মধ্যে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং শুভর পায়ে ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন ছড়িয়ে পড়লে শুভ প্রাথমিকভাবে নিজেই তা নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্র তাপে ভারসাম্য হারিয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে ইউনিটের সদস্যরা ছুটে এসে আগুন নেভান। যদিও বড় কোনো বিপর্যয় ঘটেনি, তবু শুভর পায়ে দগ্ধ হওয়ার ক্ষত তৈরি হয়েছে।


দুর্ঘটনার পর সিনেমার পরিচালক শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে আরিফিন শুভ নিজের যন্ত্রণাকে উপেক্ষা করে পেশাদারিত্বের পরিচয় দেন। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েই পুনরায় ক্যামেরার সামনে দাঁড়ান এবং নির্ধারিত দৃশ্যটির শুটিং শেষ করেন। বর্তমানে তিনি ক্ষত নিয়েই নিয়মিত শুটিং চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।


সিদ্দিক আহমেদের চিত্রনাট্যে নির্মিত হচ্ছে ‘মালিক’ সিনেমাটি। এতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। আসছে ঈদুল ফিতরে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার প্রস্তুতি চলছে।

শুভর এমন দুর্ঘটনার খবরে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করছেন।

চীনে ৫.৮ মাত্রার ভূমিকম্প, কাঁপল জিনজিয়াং প্রদেশ

আন্তর্জাতিক ডেস্ক | ৪ ডিসেম্বর ২০২৫

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রদেশটির বিস্তীর্ণ এলাকায় এই ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৮।


মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভূমিকম্পটি জিনজিয়াং প্রদেশের তুমক্সুক (Tumxuk) কাউন্টিতে আঘাত হানে। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। উৎপত্তিস্থল অগভীর হওয়ায় কম্পনের তীব্রতা বেশি অনুভূত হয়েছে।

তবে ভূমিকম্পের মাত্রা নিয়ে ভিন্ন তথ্য দিয়েছে চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার বরাতে জানা গেছে, চীনা কর্তৃপক্ষের রেকর্ড অনুযায়ী ভূমিকম্পটির তীব্রতা ছিল ৬.০।


সাংহাই ডেইলির প্রতিবেদনে বলা হয়েছে, জিনজিয়াংয়ের কিজিলসু কিরগিজ স্বায়ত্তশাসিত প্রিফেকচারের আহেকি কাউন্টিতেও শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে প্রত্যন্ত অঞ্চলে খোঁজখবর নিচ্ছে স্থানীয় প্রশাসন। উদ্ধারকারী দলগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

উল্লেখ্য, জিনজিয়াং প্রদেশটি ভূতাত্ত্বিকভাবে সক্রিয় হওয়ায় সেখানে প্রায়ই ভূমিকম্পের ঘটনা ঘটে।

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডন নিতে দেশে আসছেন জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ৪ ডিসেম্বর ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে নিয়ে যাওয়ার চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। তাকে লন্ডনের ‘লন্ডন ব্রিজ হাসপাতালে’ ভর্তি করা হবে। এ উদ্দেশ্যে আগামীকাল শুক্রবার (৫ ডিসেম্বর) দেশে আসছেন তার বড় ছেলের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এবং পরবর্তীতে ডা. এ জেড এম জাহিদ হোসেনের সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করা হয়।


বৃহস্পতিবার দুপুর ২টা ৫০ মিনিটের দিকে বিএনপির ভেরিফায়েড পেজে জানানো হয়, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিতে ডা. জুবাইদা রহমান ৫ ডিসেম্বর বাংলাদেশে আসছেন। কাতারের রাজপরিবারের একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে।


এর আগে দুপুর পৌনে ২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, বৃহস্পতিবার মধ্যরাত কিংবা শুক্রবার সকালে তাকে লন্ডনে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে।


ডা. জাহিদ জানান, এয়ার অ্যাম্বুলেন্সে বেগম জিয়ার সঙ্গে ডাক্তার ও স্বজনসহ মোট ১৪ জন সফরসঙ্গী হিসেবে থাকতে পারেন। তাদের মধ্যে রয়েছেন—সাইয়্যেদা শামেলা রহমান, ডা. জুবাইদা রহমান (যুক্ত হয়ে), আবু জাফর মো. জাহেদ হোসেন, ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, ফখরুদ্দিন মো. সিদ্দিকী, মো. শাহাবুদ্দিন তালুকদার, নুরুউদ্দিন আহমেদ, মো. জাফর ইকবাল, মোহাম্মদ আল মামুন, হাসান শিকদার ইকবাল, সাইয়েদ সামিন মাহফুজ, মো. আবুল হাই মল্লিক, মো. মাসুদুর রহমান, ফাতেমা বেগম ও রূপা সিকদার।


প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও কিডনি জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার রাতে শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। গত দুই সপ্তাহ ধরে তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন।


এরই মধ্যে গত ১ ডিসেম্বর অন্তর্বর্তীকালীন সরকার খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (Very Important Person) হিসেবে ঘোষণা করে। এছাড়া, তার আশু রোগমুক্তি কামনায় আগামীকাল শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

এবার ইসরায়েলকে বয়কট করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস: আবেদন গ্রহণ বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক | ৪ ডিসেম্বর ২০২৫

বিশ্বের বিভিন্ন রেকর্ড সংরক্ষণকারী ও স্বীকৃতিদানকারী প্রতিষ্ঠান গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ এবার ইসরায়েল থেকে পাঠানো নতুন রেকর্ডের আবেদনগুলো পর্যালোচনা না করার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি এক ঘোষণায় ব্রিটেনভিত্তিক এই প্রতিষ্ঠানটি সাফ জানিয়ে দিয়েছে, তারা বর্তমানে ইসরায়েলের পক্ষ থেকে পাঠানো কোনো আবেদন বিবেচনা করছে না।


ইসরায়েলি টিভি চ্যানেল এন১২-এর প্রতিবেদন অনুযায়ী, কিডনি দানে উৎসাহিতকারী ইসরায়েলি প্রতিষ্ঠান ‘মাতনাত চাইম’ সম্প্রতি গিনেস কর্তৃপক্ষের কাছে একটি বিশ্বরেকর্ডের আবেদন জমা দেয়। প্রতিষ্ঠানটি ফিলিস্তিনি ভূখণ্ডে বসবাসকারী ২ হাজার জন কিডনিদাতাকে (যারা অপরিচিতদের কিডনি দান করেছেন) সংগঠিত করে তাদের নিয়ে তোলা একটি গ্রুপ ছবির মাধ্যমে এই রেকর্ডের স্বীকৃতি চেয়েছিল।


আবেদনটি জমা দেওয়ার পরই গিনেস কর্তৃপক্ষ ওই প্রক্রিয়া স্থগিত করে দেয়। মাতনাত চাইমকে পাঠানো একটি ইমেইলে তারা সরাসরি উল্লেখ করে, “আমরা বর্তমানে ইসরায়েল থেকে রেকর্ড নিবন্ধনের আবেদনগুলো পর্যালোচনা করছি না।”

জানা গেছে, গিনেসের এই সিদ্ধান্ত শুধু ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীর ও গাজার ক্ষেত্রেও এই স্থগিতাদেশ কার্যকর থাকবে। অর্থাৎ এই অঞ্চলগুলো থেকেও আপাতত কোনো আবেদন গ্রহণ বা প্রক্রিয়াকরণ করা হবে না।


গিনেস কর্তৃপক্ষের এমন আকস্মিক সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েলি ওই প্রতিষ্ঠানটি। ইসরায়েলি চ্যানেল ১২ উল্লেখ করেছে, আবেদন প্রত্যাখ্যানের এই ঘটনাকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মনে করছে মাতনাত চাইম।

তবে আবেদনকারী সংস্থাকে ইমেইলে বিষয়টি জানালেও, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ এখন পর্যন্ত তাদের অফিসিয়াল ওয়েবসাইট বা আন্তর্জাতিক গণমাধ্যমে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি প্রকাশ করেনি।

 

ইন্টারনেট বন্ধ করে গণহত্যার অভিযোগে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ৪ ডিসেম্বর ২০২৫

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে গণহত্যা চালানোর অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ প্রসিকিউশনের দাখিল করা অভিযোগের শুনানি শেষে এই আদেশ দেন।


প্রসিকিউশন সূত্রে জানা যায়, আন্দোলনের সময় ইন্টারনেট শাটডাউন বা ব্ল্যাকআউট করে তথ্যপ্রবাহ রুদ্ধ করা এবং সেই সুযোগে গণহত্যা চালানোর অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়। শুনানি শেষে আদালত অভিযোগ আমলে নিয়ে জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলার অপর আসামি জুনাইদ আহমেদ পলক অন্য মামলায় বর্তমানে কারাগারে আটক রয়েছেন। তাকে এই গণহত্যা মামলায় গ্রেফতার দেখানোর (Show Arrest) জন্য ট্রাইব্যুনালে আবেদন করেছে প্রসিকিউশন। আদালত আগামী ১০ ডিসেম্বর এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত: শুক্রবার দেশজুড়ে বিশেষ দোয়া ও প্রার্থনার ডাক বিএনপির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ৪ ডিসেম্বর ২০২৫

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি; পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এমন প্রেক্ষাপটে তার আশু রোগমুক্তি কামনায় আগামীকাল শুক্রবার (৫ ডিসেম্বর) দেশব্যাপী দোয়া ও প্রার্থনার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


সংবাদ সম্মেলনে রিজভী জানান, শুক্রবার জুমার নামাজের পর দেশের সব মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। এছাড়া একই দিনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ অন্যান্য ধর্মাবলম্বীদের মন্দির, প্যাগোডা ও গির্জাসহ সকল উপাসনালয়ে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হবে।

রিজভী বলেন, “দেশনেত্রীর শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত এবং উদ্বেগজনক। তিনি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। আমরা দলীয় নেতাকর্মীসহ দেশবাসীকে আগামীকাল নিজ নিজ ধর্মীয় উপাসনালয়ে তার সুস্থতা কামনায় প্রার্থনার আহ্বান জানাচ্ছি।”


উল্লেখ্য, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত কয়েকদিন ধরে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। মেডিকেল বোর্ডের সদস্যরা তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন। এর আগে তার চিকিৎসার জন্য বিদেশ থেকে তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জন এবং শারীরিক অবস্থা নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে গভীর উদ্বেগ লক্ষ্য করা গেছে।