Breaking News
খালেদা জিয়ার অবস্থার হঠাৎ অবনতি, জরুরিভিত্তিতে দেশে ফিরছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ২ ডিসেম্বর ২০২৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আবারও অবনতি হয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন সাবেক এই প্রধানমন্ত্রীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় জরুরিভিত্তিতে খুব শীঘ্রই দেশে ফিরছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার বড় ছেলে তারেক রহমান।


হাসপাতাল ও দলীয় সূত্রে জানা গেছে, গতকাল (সোমবার) বেগম জিয়ার অবস্থায় কিছুটা উন্নতির লক্ষণ দেখা দিলেও মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। চিকিৎসকরা জানিয়েছেন, তার শ্বাসকষ্ট বেড়েছে এবং শরীরের বিভিন্ন প্যারামিটার ওঠানামা করছে। মেডিকেল বোর্ড জরুরিভিত্তিতে তার চিকিৎসা পর্যালোচনা করছে এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।


মায়ের গুরুতর অসুস্থতার খবর পেয়ে লন্ডন প্রবাসী তারেক রহমান দেশে ফেরার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন বলে দলীয় নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। সূত্র জানায়, তিনি দ্রুততম সময়ের মধ্যে, সম্ভবত আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকায় পৌঁছাতে পারেন।

এর আগে গত ২৯ নভেম্বর সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে অন্তর্বর্তী সরকারের কোনো আইনি বাধা বা আপত্তি নেই। সরকারের এই সবুজ সংকেত এবং মায়ের সংকটাপন্ন অবস্থার কারণে তার দেশে ফেরার প্রক্রিয়া ত্বরান্বিত হয়েছে।


বেগম জিয়ার স্বাস্থ্যের অবনতি এবং তারেক রহমানের আকস্মিক দেশে ফেরার খবরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। দলীয় কার্যালয় ও হাসপাতাল প্রাঙ্গণে নেতাকর্মীদের ভিড় বাড়তে শুরু করেছে। দেশজুড়ে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হচ্ছে।

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *