Breaking News
ঈশ্বরদীতে ৮টি কুকুর ছানাকে বস্তায় ভরে পুকুরে ডুবিয়ে হত্যা: কর্মকর্তার স্ত্রীর কাণ্ডে তোলপাড়

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি | ২ ডিসেম্বর ২০২৫

পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে সদ্যোজাত ৮টি কুকুর ছানাকে বস্তায় ভরে পুকুরে ডুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক সরকারি কর্মকর্তার স্ত্রীর বিরুদ্ধে। এই নৃশংস ও অমানবিক ঘটনায় শহরজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বইছে নিন্দা ও সমালোচনার ঝড়।


স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ চত্বরের গেজেটেড ভবনের নিচে একটি মা কুকুর সম্প্রতি আটটি ছানা প্রসব করে। গত রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকে ছানাগুলোকে আর দেখা যাচ্ছিল না। মা কুকুরটি সারা রাত ছানাগুলোর খোঁজে আর্তচিৎকার করে আবাসিক এলাকা ও অফিসার্স ক্লাবের সামনে ছোটাছুটি করে। স্থানীয়রা খাবার দিলেও সে মুখে নেয়নি।

সোমবার (১ ডিসেম্বর) সকালে বিষয়টি পরিষ্কার হয়। উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের কেয়ারটেকার জাহাঙ্গির আলম জানান, সকালে তিনি ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের কাছে ছানাগুলোর বিষয়ে জানতে চান। তখন নয়ন কিছু জানেন না বললেও তার ছেলে জানায়, ‘আম্মু ছানাগুলোকে বস্তায় ভরে পুকুরে ফেলে দিয়েছে।’

এই তথ্যের ভিত্তিতে স্থানীয়রা পুকুরে গিয়ে একটি মুখ বাঁধা বস্তা ভাসতে দেখেন। বস্তাটি তুলে আনার পর ভেতরে ৮টি কুকুর ছানার মৃতদেহ পাওয়া যায়।


এই নৃশংসতার অভিযোগ উঠেছে ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি বেগমের বিরুদ্ধে। ঘটনার পর তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে তার স্বামী হাসানুর রহমান নয়ন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “এ ঘটনায় আমি মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত ও লজ্জিত। এর বেশি কিছু বলতে পারছি না।”


মৃত ছানাগুলোর ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে প্রশাসনের সাবেক কর্মকর্তারাও এই ঘটনার বিচার দাবি করেছেন। ঈশ্বরদীর সাবেক ইউএনও সুবির কুমার দাশ ফেসবুকে লিখেছেন, “এই হত্যাকাণ্ডের বিচার চাই।” নেটিজেনরা অভিযুক্তকে ‘মানুষ নামের কলঙ্ক’ আখ্যা দিয়ে কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন।


ঘটনাটি জানাজানি হওয়ার পর উপজেলা প্রশাসন ও প্রাণীসম্পদ অধিদপ্তর নড়েচড়ে বসেছে।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আকলিমা খাতুন বলেন, “এটি অত্যন্ত অমানবিক ও নিষ্ঠুর ঘটনা। সন্তান হারিয়ে মা কুকুরটি অসুস্থ হয়ে পড়েছে, আমরা তাকে চিকিৎসা দিয়েছি। এ ঘটনায় প্রাণী কল্যাণ আইনে মামলা করা যায় কি না, তা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।”

ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, “উপজেলা পরিষদ চত্বরের মতো জায়গায় এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক ও মর্মাহত করার মতো। আমরা আজ (মঙ্গলবার) সকালে অফিসারদের নিয়ে জরুরি সভা করেছি। বিষয়টি তদন্তাধীন। তদন্তে দোষী প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

 

আয়ারল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে বাংলাদেশের সিরিজ জয়

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা | ২ ডিসেম্বর ২০২৫

প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখল বাংলাদেশ। ফাইনালে আয়ারল্যান্ডকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করে ৮ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে টাইগাররা। এই জয়ের ফলে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল বাংলাদেশ।


মঙ্গলবার (২ ডিসেম্বর)  আগে ব্যাট করতে নামা আয়ারল্যান্ডকে মাত্র ১১৭ রানেই আটকে দেন বাংলাদেশের বোলাররা। জয়ের জন্য ১১৮ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আইরিশ বোলারদের ওপর চড়াও হন দুই তরুণ ব্যাটার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন।

তাদের ঝোড়ো ব্যাটিংয়ে মাত্র ১৩.৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। হাতে তখনো বাকি ছিল ৩৮টি বল। 


সিরিজের শুরুটা বাংলাদেশের জন্য ছিল হতাশার। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের কাছে হেরে যাওয়ায় সিরিজ হাতছাড়া হওয়ার শঙ্কা তৈরি হয়েছিল। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে সমতা ফেরায় স্বাগতিকরা। আর আজ শেষ ম্যাচে দাপুটে জয়ে সেই শঙ্কা উড়িয়ে দিয়ে ট্রফি উল্লাসে মেতে উঠল লাল-সবুজের প্রতিনিধিরা।

বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের পর ব্যাটারদের এমন আগ্রাসী পারফরম্যান্স দর্শকদের দারুণ বিনোদন দিয়েছে। ম্যাচ শেষে সিরিজ জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়লেন টাইগাররা।

খালেদা জিয়ার অবস্থার হঠাৎ অবনতি, জরুরিভিত্তিতে দেশে ফিরছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ২ ডিসেম্বর ২০২৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আবারও অবনতি হয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন সাবেক এই প্রধানমন্ত্রীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় জরুরিভিত্তিতে খুব শীঘ্রই দেশে ফিরছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার বড় ছেলে তারেক রহমান।


হাসপাতাল ও দলীয় সূত্রে জানা গেছে, গতকাল (সোমবার) বেগম জিয়ার অবস্থায় কিছুটা উন্নতির লক্ষণ দেখা দিলেও মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। চিকিৎসকরা জানিয়েছেন, তার শ্বাসকষ্ট বেড়েছে এবং শরীরের বিভিন্ন প্যারামিটার ওঠানামা করছে। মেডিকেল বোর্ড জরুরিভিত্তিতে তার চিকিৎসা পর্যালোচনা করছে এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।


মায়ের গুরুতর অসুস্থতার খবর পেয়ে লন্ডন প্রবাসী তারেক রহমান দেশে ফেরার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন বলে দলীয় নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। সূত্র জানায়, তিনি দ্রুততম সময়ের মধ্যে, সম্ভবত আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকায় পৌঁছাতে পারেন।

এর আগে গত ২৯ নভেম্বর সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে অন্তর্বর্তী সরকারের কোনো আইনি বাধা বা আপত্তি নেই। সরকারের এই সবুজ সংকেত এবং মায়ের সংকটাপন্ন অবস্থার কারণে তার দেশে ফেরার প্রক্রিয়া ত্বরান্বিত হয়েছে।


বেগম জিয়ার স্বাস্থ্যের অবনতি এবং তারেক রহমানের আকস্মিক দেশে ফেরার খবরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। দলীয় কার্যালয় ও হাসপাতাল প্রাঙ্গণে নেতাকর্মীদের ভিড় বাড়তে শুরু করেছে। দেশজুড়ে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হচ্ছে।