Breaking News
সাগরে গভীর নিম্নচাপ ঘনীভূত: সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ১ ডিসেম্বর ২০২৫

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে দেশের সমুদ্রবন্দরগুলোতে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন তামিলনাড়ু উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি বর্তমানে উত্তর দিকে অগ্রসর হয়েছে। এটি বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং এর সংলগ্ন তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ উপকূলীয় এলাকায় অবস্থান করছে।


গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে উপকূলের দিকে অগ্রসর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আবহাওয়া অফিস এ বিষয়ে নিয়মিত পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে।

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *