Breaking News
বিয়ে করলেন এনসিপি নেতা হান্নান মাসউদ, কনে ছাত্রশক্তির নেত্রী জেদনী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ৬ ডিসেম্বর ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। কনে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুলতানা জেদনী। ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে সক্রিয় দুই সংগঠনের এই দুই নেতার বিয়ে নিয়ে রাজনৈতিক অঙ্গন ও অনুসারীদের মধ্যে কৌতুহল ও আনন্দের সৃষ্টি হয়েছে।


শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ মাগরিব রাজধানীর ধানমন্ডির ঐতিহাসিক তাকওয়া মসজিদে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এসময় দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্য, আত্মীয়-স্বজন এবং রাজনৈতিক সহযোদ্ধারা উপস্থিত ছিলেন।


ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, এর আগে গত ১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাজধানীর কামরাঙ্গীরচরে কনে জেদনীর বাসায় ঘরোয়া পরিবেশে তাদের বাগদান সম্পন্ন হয়েছিল। কনে শ্যামলী সুলতানা জেদনীর গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। তিনি দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত এবং বর্তমানে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।


বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি নিজের ফেসবুক আইডিতে নবদম্পতির বিয়ের ছবি পোস্ট করে সুখবরটি জানান এবং তাদের জন্য দোয়া কামনা করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিয়ের ছবি ছড়িয়ে পড়লে শুভাকাঙ্ক্ষীরা নবদম্পতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।

পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৫ ডিগ্রি, স্থবির জনজীবন

পঞ্চগড় প্রতিনিধি | ৬ ডিসেম্বর ২০২৫

হিমালয়ের কোলঘেঁষা দেশের উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। গত কয়েকদিন ধরে তাপমাত্রার পারদ দ্রুত নিচে নামতে থাকায় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। শনিবার (৬ ডিসেম্বর) সকালে এ জেলায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।


তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টায় পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, এটিই আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ।

এর আগে গতকাল শুক্রবার একই সময়ে তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। ২৪ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা আরও কমে যাওয়ায় শীতের তীব্রতা অনুভূত হচ্ছে অনেক বেশি।


সন্ধ্যা নামার পর থেকেই ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ, যা অব্যাহত থাকছে পরদিন সকাল পর্যন্ত। কুয়াশা আর হাড়কাঁপানো শীতের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। সকালে জীবিকার তাগিদে বের হওয়া শ্রমিকদের অতিরিক্ত শীতবস্ত্র গায়ে জড়িয়েও কাজ করতে হিমশিম খেতে দেখা গেছে।

শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালগুলোতে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে। বিশেষ করে শিশু ও বয়স্করা সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। অন্যদিকে, নিম্নআয়ের মানুষেরা প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে চরম কষ্টে দিনাতিপাত করছেন।

আবহাওয়া অফিস বলছে, ডিসেম্বরের মাঝামাঝি সময়ে শীতের তীব্রতা আরও বাড়তে পারে এবং মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

সিনেমার শুটিংয়ে অগ্নিদগ্ধ আরিফিন শুভ

বিনোদন প্রতিবেদক, ঢাকা | ৪ ডিসেম্বর ২০২৫

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ শুটিং করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন। ঢাকার বাইরে প্রত্যন্ত এক লোকেশনে ‘মালিক’ সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালে এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হন তিনি।


শুটিং ইউনিট সূত্রে জানা গেছে, সিনেমার একটি অ্যাকশন দৃশ্যে আগুনের ব্যবহার ছিল। চিত্রনাট্য অনুযায়ী শুভর শরীরের নিচের অংশে নিয়ন্ত্রিত আগুন লাগার কথা ছিল। সব প্রস্তুতি শেষে ক্যামেরা চালু হতেই বিপত্তি ঘটে। কয়েক সেকেন্ডের মধ্যে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং শুভর পায়ে ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন ছড়িয়ে পড়লে শুভ প্রাথমিকভাবে নিজেই তা নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্র তাপে ভারসাম্য হারিয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে ইউনিটের সদস্যরা ছুটে এসে আগুন নেভান। যদিও বড় কোনো বিপর্যয় ঘটেনি, তবু শুভর পায়ে দগ্ধ হওয়ার ক্ষত তৈরি হয়েছে।


দুর্ঘটনার পর সিনেমার পরিচালক শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে আরিফিন শুভ নিজের যন্ত্রণাকে উপেক্ষা করে পেশাদারিত্বের পরিচয় দেন। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েই পুনরায় ক্যামেরার সামনে দাঁড়ান এবং নির্ধারিত দৃশ্যটির শুটিং শেষ করেন। বর্তমানে তিনি ক্ষত নিয়েই নিয়মিত শুটিং চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।


সিদ্দিক আহমেদের চিত্রনাট্যে নির্মিত হচ্ছে ‘মালিক’ সিনেমাটি। এতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। আসছে ঈদুল ফিতরে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার প্রস্তুতি চলছে।

শুভর এমন দুর্ঘটনার খবরে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করছেন।

চীনে ৫.৮ মাত্রার ভূমিকম্প, কাঁপল জিনজিয়াং প্রদেশ

আন্তর্জাতিক ডেস্ক | ৪ ডিসেম্বর ২০২৫

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রদেশটির বিস্তীর্ণ এলাকায় এই ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৮।


মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভূমিকম্পটি জিনজিয়াং প্রদেশের তুমক্সুক (Tumxuk) কাউন্টিতে আঘাত হানে। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। উৎপত্তিস্থল অগভীর হওয়ায় কম্পনের তীব্রতা বেশি অনুভূত হয়েছে।

তবে ভূমিকম্পের মাত্রা নিয়ে ভিন্ন তথ্য দিয়েছে চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার বরাতে জানা গেছে, চীনা কর্তৃপক্ষের রেকর্ড অনুযায়ী ভূমিকম্পটির তীব্রতা ছিল ৬.০।


সাংহাই ডেইলির প্রতিবেদনে বলা হয়েছে, জিনজিয়াংয়ের কিজিলসু কিরগিজ স্বায়ত্তশাসিত প্রিফেকচারের আহেকি কাউন্টিতেও শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে প্রত্যন্ত অঞ্চলে খোঁজখবর নিচ্ছে স্থানীয় প্রশাসন। উদ্ধারকারী দলগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

উল্লেখ্য, জিনজিয়াং প্রদেশটি ভূতাত্ত্বিকভাবে সক্রিয় হওয়ায় সেখানে প্রায়ই ভূমিকম্পের ঘটনা ঘটে।

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডন নিতে দেশে আসছেন জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ৪ ডিসেম্বর ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে নিয়ে যাওয়ার চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। তাকে লন্ডনের ‘লন্ডন ব্রিজ হাসপাতালে’ ভর্তি করা হবে। এ উদ্দেশ্যে আগামীকাল শুক্রবার (৫ ডিসেম্বর) দেশে আসছেন তার বড় ছেলের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এবং পরবর্তীতে ডা. এ জেড এম জাহিদ হোসেনের সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করা হয়।


বৃহস্পতিবার দুপুর ২টা ৫০ মিনিটের দিকে বিএনপির ভেরিফায়েড পেজে জানানো হয়, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিতে ডা. জুবাইদা রহমান ৫ ডিসেম্বর বাংলাদেশে আসছেন। কাতারের রাজপরিবারের একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে।


এর আগে দুপুর পৌনে ২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, বৃহস্পতিবার মধ্যরাত কিংবা শুক্রবার সকালে তাকে লন্ডনে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে।


ডা. জাহিদ জানান, এয়ার অ্যাম্বুলেন্সে বেগম জিয়ার সঙ্গে ডাক্তার ও স্বজনসহ মোট ১৪ জন সফরসঙ্গী হিসেবে থাকতে পারেন। তাদের মধ্যে রয়েছেন—সাইয়্যেদা শামেলা রহমান, ডা. জুবাইদা রহমান (যুক্ত হয়ে), আবু জাফর মো. জাহেদ হোসেন, ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, ফখরুদ্দিন মো. সিদ্দিকী, মো. শাহাবুদ্দিন তালুকদার, নুরুউদ্দিন আহমেদ, মো. জাফর ইকবাল, মোহাম্মদ আল মামুন, হাসান শিকদার ইকবাল, সাইয়েদ সামিন মাহফুজ, মো. আবুল হাই মল্লিক, মো. মাসুদুর রহমান, ফাতেমা বেগম ও রূপা সিকদার।


প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও কিডনি জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার রাতে শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। গত দুই সপ্তাহ ধরে তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন।


এরই মধ্যে গত ১ ডিসেম্বর অন্তর্বর্তীকালীন সরকার খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (Very Important Person) হিসেবে ঘোষণা করে। এছাড়া, তার আশু রোগমুক্তি কামনায় আগামীকাল শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

এবার ইসরায়েলকে বয়কট করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস: আবেদন গ্রহণ বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক | ৪ ডিসেম্বর ২০২৫

বিশ্বের বিভিন্ন রেকর্ড সংরক্ষণকারী ও স্বীকৃতিদানকারী প্রতিষ্ঠান গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ এবার ইসরায়েল থেকে পাঠানো নতুন রেকর্ডের আবেদনগুলো পর্যালোচনা না করার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি এক ঘোষণায় ব্রিটেনভিত্তিক এই প্রতিষ্ঠানটি সাফ জানিয়ে দিয়েছে, তারা বর্তমানে ইসরায়েলের পক্ষ থেকে পাঠানো কোনো আবেদন বিবেচনা করছে না।


ইসরায়েলি টিভি চ্যানেল এন১২-এর প্রতিবেদন অনুযায়ী, কিডনি দানে উৎসাহিতকারী ইসরায়েলি প্রতিষ্ঠান ‘মাতনাত চাইম’ সম্প্রতি গিনেস কর্তৃপক্ষের কাছে একটি বিশ্বরেকর্ডের আবেদন জমা দেয়। প্রতিষ্ঠানটি ফিলিস্তিনি ভূখণ্ডে বসবাসকারী ২ হাজার জন কিডনিদাতাকে (যারা অপরিচিতদের কিডনি দান করেছেন) সংগঠিত করে তাদের নিয়ে তোলা একটি গ্রুপ ছবির মাধ্যমে এই রেকর্ডের স্বীকৃতি চেয়েছিল।


আবেদনটি জমা দেওয়ার পরই গিনেস কর্তৃপক্ষ ওই প্রক্রিয়া স্থগিত করে দেয়। মাতনাত চাইমকে পাঠানো একটি ইমেইলে তারা সরাসরি উল্লেখ করে, “আমরা বর্তমানে ইসরায়েল থেকে রেকর্ড নিবন্ধনের আবেদনগুলো পর্যালোচনা করছি না।”

জানা গেছে, গিনেসের এই সিদ্ধান্ত শুধু ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীর ও গাজার ক্ষেত্রেও এই স্থগিতাদেশ কার্যকর থাকবে। অর্থাৎ এই অঞ্চলগুলো থেকেও আপাতত কোনো আবেদন গ্রহণ বা প্রক্রিয়াকরণ করা হবে না।


গিনেস কর্তৃপক্ষের এমন আকস্মিক সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েলি ওই প্রতিষ্ঠানটি। ইসরায়েলি চ্যানেল ১২ উল্লেখ করেছে, আবেদন প্রত্যাখ্যানের এই ঘটনাকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মনে করছে মাতনাত চাইম।

তবে আবেদনকারী সংস্থাকে ইমেইলে বিষয়টি জানালেও, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ এখন পর্যন্ত তাদের অফিসিয়াল ওয়েবসাইট বা আন্তর্জাতিক গণমাধ্যমে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি প্রকাশ করেনি।

 

ইন্টারনেট বন্ধ করে গণহত্যার অভিযোগে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ৪ ডিসেম্বর ২০২৫

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে গণহত্যা চালানোর অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ প্রসিকিউশনের দাখিল করা অভিযোগের শুনানি শেষে এই আদেশ দেন।


প্রসিকিউশন সূত্রে জানা যায়, আন্দোলনের সময় ইন্টারনেট শাটডাউন বা ব্ল্যাকআউট করে তথ্যপ্রবাহ রুদ্ধ করা এবং সেই সুযোগে গণহত্যা চালানোর অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়। শুনানি শেষে আদালত অভিযোগ আমলে নিয়ে জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলার অপর আসামি জুনাইদ আহমেদ পলক অন্য মামলায় বর্তমানে কারাগারে আটক রয়েছেন। তাকে এই গণহত্যা মামলায় গ্রেফতার দেখানোর (Show Arrest) জন্য ট্রাইব্যুনালে আবেদন করেছে প্রসিকিউশন। আদালত আগামী ১০ ডিসেম্বর এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত: শুক্রবার দেশজুড়ে বিশেষ দোয়া ও প্রার্থনার ডাক বিএনপির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ৪ ডিসেম্বর ২০২৫

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি; পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এমন প্রেক্ষাপটে তার আশু রোগমুক্তি কামনায় আগামীকাল শুক্রবার (৫ ডিসেম্বর) দেশব্যাপী দোয়া ও প্রার্থনার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


সংবাদ সম্মেলনে রিজভী জানান, শুক্রবার জুমার নামাজের পর দেশের সব মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। এছাড়া একই দিনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ অন্যান্য ধর্মাবলম্বীদের মন্দির, প্যাগোডা ও গির্জাসহ সকল উপাসনালয়ে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হবে।

রিজভী বলেন, “দেশনেত্রীর শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত এবং উদ্বেগজনক। তিনি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। আমরা দলীয় নেতাকর্মীসহ দেশবাসীকে আগামীকাল নিজ নিজ ধর্মীয় উপাসনালয়ে তার সুস্থতা কামনায় প্রার্থনার আহ্বান জানাচ্ছি।”


উল্লেখ্য, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত কয়েকদিন ধরে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। মেডিকেল বোর্ডের সদস্যরা তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন। এর আগে তার চিকিৎসার জন্য বিদেশ থেকে তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জন এবং শারীরিক অবস্থা নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে গভীর উদ্বেগ লক্ষ্য করা গেছে।

 

 

ঈশ্বরদীতে ৮টি কুকুর ছানাকে বস্তায় ভরে পুকুরে ডুবিয়ে হত্যা: কর্মকর্তার স্ত্রীর কাণ্ডে তোলপাড়

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি | ২ ডিসেম্বর ২০২৫

পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে সদ্যোজাত ৮টি কুকুর ছানাকে বস্তায় ভরে পুকুরে ডুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক সরকারি কর্মকর্তার স্ত্রীর বিরুদ্ধে। এই নৃশংস ও অমানবিক ঘটনায় শহরজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বইছে নিন্দা ও সমালোচনার ঝড়।


স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ চত্বরের গেজেটেড ভবনের নিচে একটি মা কুকুর সম্প্রতি আটটি ছানা প্রসব করে। গত রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকে ছানাগুলোকে আর দেখা যাচ্ছিল না। মা কুকুরটি সারা রাত ছানাগুলোর খোঁজে আর্তচিৎকার করে আবাসিক এলাকা ও অফিসার্স ক্লাবের সামনে ছোটাছুটি করে। স্থানীয়রা খাবার দিলেও সে মুখে নেয়নি।

সোমবার (১ ডিসেম্বর) সকালে বিষয়টি পরিষ্কার হয়। উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের কেয়ারটেকার জাহাঙ্গির আলম জানান, সকালে তিনি ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের কাছে ছানাগুলোর বিষয়ে জানতে চান। তখন নয়ন কিছু জানেন না বললেও তার ছেলে জানায়, ‘আম্মু ছানাগুলোকে বস্তায় ভরে পুকুরে ফেলে দিয়েছে।’

এই তথ্যের ভিত্তিতে স্থানীয়রা পুকুরে গিয়ে একটি মুখ বাঁধা বস্তা ভাসতে দেখেন। বস্তাটি তুলে আনার পর ভেতরে ৮টি কুকুর ছানার মৃতদেহ পাওয়া যায়।


এই নৃশংসতার অভিযোগ উঠেছে ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি বেগমের বিরুদ্ধে। ঘটনার পর তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে তার স্বামী হাসানুর রহমান নয়ন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “এ ঘটনায় আমি মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত ও লজ্জিত। এর বেশি কিছু বলতে পারছি না।”


মৃত ছানাগুলোর ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে প্রশাসনের সাবেক কর্মকর্তারাও এই ঘটনার বিচার দাবি করেছেন। ঈশ্বরদীর সাবেক ইউএনও সুবির কুমার দাশ ফেসবুকে লিখেছেন, “এই হত্যাকাণ্ডের বিচার চাই।” নেটিজেনরা অভিযুক্তকে ‘মানুষ নামের কলঙ্ক’ আখ্যা দিয়ে কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন।


ঘটনাটি জানাজানি হওয়ার পর উপজেলা প্রশাসন ও প্রাণীসম্পদ অধিদপ্তর নড়েচড়ে বসেছে।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আকলিমা খাতুন বলেন, “এটি অত্যন্ত অমানবিক ও নিষ্ঠুর ঘটনা। সন্তান হারিয়ে মা কুকুরটি অসুস্থ হয়ে পড়েছে, আমরা তাকে চিকিৎসা দিয়েছি। এ ঘটনায় প্রাণী কল্যাণ আইনে মামলা করা যায় কি না, তা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।”

ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, “উপজেলা পরিষদ চত্বরের মতো জায়গায় এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক ও মর্মাহত করার মতো। আমরা আজ (মঙ্গলবার) সকালে অফিসারদের নিয়ে জরুরি সভা করেছি। বিষয়টি তদন্তাধীন। তদন্তে দোষী প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

 

আয়ারল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে বাংলাদেশের সিরিজ জয়

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা | ২ ডিসেম্বর ২০২৫

প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখল বাংলাদেশ। ফাইনালে আয়ারল্যান্ডকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করে ৮ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে টাইগাররা। এই জয়ের ফলে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল বাংলাদেশ।


মঙ্গলবার (২ ডিসেম্বর)  আগে ব্যাট করতে নামা আয়ারল্যান্ডকে মাত্র ১১৭ রানেই আটকে দেন বাংলাদেশের বোলাররা। জয়ের জন্য ১১৮ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আইরিশ বোলারদের ওপর চড়াও হন দুই তরুণ ব্যাটার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন।

তাদের ঝোড়ো ব্যাটিংয়ে মাত্র ১৩.৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। হাতে তখনো বাকি ছিল ৩৮টি বল। 


সিরিজের শুরুটা বাংলাদেশের জন্য ছিল হতাশার। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের কাছে হেরে যাওয়ায় সিরিজ হাতছাড়া হওয়ার শঙ্কা তৈরি হয়েছিল। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে সমতা ফেরায় স্বাগতিকরা। আর আজ শেষ ম্যাচে দাপুটে জয়ে সেই শঙ্কা উড়িয়ে দিয়ে ট্রফি উল্লাসে মেতে উঠল লাল-সবুজের প্রতিনিধিরা।

বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের পর ব্যাটারদের এমন আগ্রাসী পারফরম্যান্স দর্শকদের দারুণ বিনোদন দিয়েছে। ম্যাচ শেষে সিরিজ জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়লেন টাইগাররা।