বিয়ে করলেন এনসিপি নেতা হান্নান মাসউদ, কনে ছাত্রশক্তির নেত্রী জেদনী
নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ৬ ডিসেম্বর ২০২৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। কনে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুলতানা জেদনী। ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে সক্রিয় দুই সংগঠনের এই দুই নেতার বিয়ে নিয়ে রাজনৈতিক অঙ্গন ও অনুসারীদের মধ্যে কৌতুহল ও আনন্দের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ মাগরিব রাজধানীর ধানমন্ডির ঐতিহাসিক তাকওয়া মসজিদে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এসময় দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্য, আত্মীয়-স্বজন এবং রাজনৈতিক সহযোদ্ধারা উপস্থিত ছিলেন।
ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, এর আগে গত ১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাজধানীর কামরাঙ্গীরচরে কনে জেদনীর বাসায় ঘরোয়া পরিবেশে তাদের বাগদান সম্পন্ন হয়েছিল। কনে শ্যামলী সুলতানা জেদনীর গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। তিনি দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত এবং বর্তমানে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি নিজের ফেসবুক আইডিতে নবদম্পতির বিয়ের ছবি পোস্ট করে সুখবরটি জানান এবং তাদের জন্য দোয়া কামনা করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিয়ের ছবি ছড়িয়ে পড়লে শুভাকাঙ্ক্ষীরা নবদম্পতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।

